কোভিড ১৯ মোকাবিলায় রাজ্য সরকারের হাতে ইডেন তুলে দেওয়ার প্রস্তাব সৌরভের!

করোনাভাইরাসকে রুখতে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় মুখ্যমন্ত্রী চাইলে, কোয়ারেন্টাইন গড়ে তুলতে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের ইন্ডোর ও ক্রিকেটারদের ডর্মিটরিগুলোকে রাজ্য সরকারের হাতে তুলে দিতে প্রস্তুত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি তথা প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের এই ঘোষণা মন জয় করে নিল ভক্ত জনদের। প্রয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে কথা বলে ঘোষণা করা হবে অনুদানও। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে ২১ দিন বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সমর্থনে সৌরভ জানান এই দূরত্বই বাঁচাতে পারে ভারতকে।