Wednesday, December 3, 2025

হিন্দু নববর্ষের পুণ্যতিথি

Date:

Share post:

 

পার্থসারথি গুহ

নববর্ষ কথাটা শুনলেই আমরা নেচে উঠে বলি ১ জানুয়ারির কথা। অর্থাৎ আন্তর্জাতিক নতুন বছরের শুরুয়াত। তামাম দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে আমরা বাঙালিরা একে অপরকে হ্যাপি নিউ ইয়ারের পাশাপাশি কেতা করে শুভ নববর্ষও বলে থাকি। যদিও বাংলার নববর্ষ বলতে আমাদের মননে খেলা করে একটিই দিন। পয়লা বৈশাখ যা মূলত ইংরেজির ১৫ এপ্রিল থেকে আরম্ভ হয়। তাছাড়াও ভারতের বিভিন্ন জাতি, বর্ণ বা গোষ্ঠীর মানুষ হরেক দিনে নতুন বছরের উদযাপন করে আসছেন। পঞ্জাব থেকে দাক্ষিণাত্য সর্বত্রই এ ছবি দেখা যায়।
কিন্তু যাবতীয় নববর্ষের যদি গোড়ায় যেতে হয় তাহলে নির্দ্বিধায় একটি দিন বা তিথির কথা বলতে হয়। ব্রহ্মার হাত ধরে দুনিয়ার সৃষ্টির প্রারম্ভে সনাতন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারতবর্ষ। সেই সত্যযুগ থেকে চৈত্র মাসের শুক্ল প্রতিপদের এই দিনটিকে হিন্দু নববর্ষের আখ্যা দেওয়া হয়। দশাবতারের অন্যতম রামচন্দ্রের রাজ্যাভিষেকের পাশাপাশি কলিযুগে মহারাজ বিক্রমাদিত্যেরও রাজ্যাভিষেক ঘটে আজকের এই পুণ্য তিথিতে। দ্বাপরযুগে পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরও কৌরবদের পরাজিত করে এই মাহেন্দ্রক্ষণেই রাজা হিসাবে শপথ নেন। এই দিন থেকে নবরাত্রি তিথিও শুরু হয়। দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্যসমাজের জন্মদিবসও আজ। সর্বোপরি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগোয়ারের জন্মলগ্নও এই শুভক্ষণে।
হিন্দু নববর্ষ তৎকালীন সমাজে একেকটি বছরের পরিধি ছিল ১০ মাস এবং ৩০৪ দিন ব্যাপী।

এছাড়া রবিশস্য কাটার শুরুও এই শুভ দিনটিতেই। এবং তৎকালীন জমিদারদের প্রজাদের তরফে যে কর প্রদান করা হত তার অগ্রিম এদিনই দেওয়ার রীতিও ছিল প্রাচীনকালে। কালক্রমে যা হয়ে উঠেছে অ্যাডভান্স ট্যাক্স।

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...