করোনা আক্রান্তে বাড়ছে মৃতের পরিসংখ্যান

বিশ্ব জুড়ে করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষের পরিসংখ্যান কমতে শুরু করেছে। সূত্রের খবর, ১৪ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ পর্যন্ত হয়ে গিয়েছে মৃতের পরিসংখ্যান। অন্যদিকে, ইতালির পর মৃত্যু মিছিল বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বলছে, ৫৪,৮০৮ জন আক্রান্ত হয়েছেন। এখনও মৃত্যু হয়েছে ৭৭৫জনের। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ২২২। অন্যদিকে, মৃত্যু মিছিল অব্যাহত ইতালিতে। ৬৯,১৭৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৪৩ জনের। মৃতের সংখ্যা প্রায় ৭ হাজার।
এখনও পর্যন্ত ৩৭৮ জন করোনা কাটিয়ে সুস্থ হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, যা মোটেই ইতিবাচক দিক নয়। অন্যদিকে, ইতালিতে সেরে উঠেছেন ৮,৩২৬ জন। স্পেনে ৩,৭৯৪ জন। জার্মানিতে ৩,২৯০ জন সেরে উঠেছেন।