BREAKING: ভারতে শুরু করোনা মৃত্যু মিছিল, আরও ২ জনের প্রাণ কেড়ে সংখ্যা ১৫

ভারতে শুরু হয়ে গেল করোনা মৃত্যু মিছিল। ফের ২ জনের প্রাণ নিলো মারণ ভাইরাস। এবার রাজস্থান ও কর্ণাটকে করোনা ভাইরাসের বলি হলেন দু’জন। তার জেরে দেশে করোনার মোট বলি এখনও পর্যন্ত।

  • এদিন কর্ণাটকে এক ৭৫ বছরের কোভিড-১৯ আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়। কর্ণাটক স্বাস্থ্য দফতর বৃহস্পতিবার দুপুরে তা নিশ্চিত করেছে। অন্যদিকে, রাজস্থানে ৭৩ বছরের এক প্রৌঢ় প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কর্ণাটকে করোনা ৫১ এবং রাজস্থানে ৪০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ।