বিশাল বড় করোনা হাসপাতাল তৈরি হতে চলেছে ভারতে। হ্যাঁ, এবার দেশের মধ্যে সর্ববৃহৎ করোনা হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার নবীন পট্টনায়েক সরকার। প্রায় ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে তৈরি হবে।

জানা গিয়েছে, দু’সপ্তাহের মধ্যে হাসপাতালে কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ওড়িশা সরকার, কর্পোরেট সংস্থা ও মেডিক্যাল কলেজগুলির মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও এই রাজ্যে করোনার প্রকোপ তুলনায় খুবই কম। ওড়িশার মাত্র ২জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ মিলেছে।
