করোনা’র ছোবলে মারা গেলেন ফরাসি দার্শনিক জাক দেরিদার স্ত্রী মার্গেরিতে

জাক দেরিদা ও মার্গেরিতে দেরিদা৷ ইনসেটে, মার্গেরিতে'র কিছুদিন আগের ছবি

করোনাভাইরাসে শিকার হলেন বিনির্মাণ তত্ত্বের প্রবক্তা ফরাসি দার্শনিক জাক দেরিদার স্ত্রী মনোবিদ মার্গেরিতে দেরিদা। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ জাক দেরিদা প্রয়াত হন ২০০৪ সালের ৯ অক্টোবর ৷

সংবাদমাধ্যম সূত্রের খবর, প্যারিসের এক বৃদ্ধাবাসে মার্গেরিতে দেরিদা’র মৃত্যু হয়েছে৷ প্যারিসের সাইকো অ্যানালিটিক সোসাইটির সদস্য ছিলেন মার্গেরিতে৷
মনের বিশ্লেষণের মাধ্যমে চিকিৎসা করতেন তিনি৷ এই বিষয়ের বহু বই যেমন লিখেছেন, তেমনই ভাষান্তরও করেছিলেন । ইনস্টিটিউট অফ আ্যডভ্যান্সড স্ট্যাডিজ ইন সাইকো অ্যানালিসিস এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে বলেছে, একরাশ শূন্যতা ছড়িয়ে মার্গেরিতে সবাইকে ছেড়ে চলে গেলেন।

মার্গেরিতে’র সঙ্গে জাক দেরিদা’র বিয়ে হয়েছিলো ১৯৫৭ সালে৷ মার্গেরিতে’র বাবা ছিলেন বিখ্যাত ফরাসি সাংবাদিক গুস্তাভে আউকোতুরিয়ের।

Previous articleলকডাউনের মধ্যে রন্নার গ্যাসের সঙ্কটে দিশেহারা মানুষ
Next articleপশ্চিমবঙ্গ করোনা আপডেট: শেষ ২৪ ঘন্টার রিপোর্ট স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে! কেন দেখে নিন