করোনার চিকিৎসায় ভাল্লুকের পিত্ত!

মারণ কোভিড-১৯ বা করোনা ভাইরাস আক্রান্তদের

চিকিৎসায় এবার ভাল্লুকের পিত্ত ব্যবহার করছে চিন। সম্প্রতি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের একটি অনুষ্ঠানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, ট্যান রি কুইঙ নামের একটি ইনজেকশন করোনা রোগীদের সারিয়ে তুলতে ব্যবহার করছে চি ন। সেই ইনজেকশনটিতে ভাল্লুকের পিত্ত ব্যবহার করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ অবশ্য দাবি করেছে, করোনার চিকিৎসায় এখনও কোনও ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি।

Previous articleবেলেঘাটা আইডি’র কোনও ডাক্তার বা স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত নন, স্পষ্ট জানালো স্বাস্থ্য ভবন
Next articleভারতে ফের করোনার বলি, সংখ্যা বেড়ে ১৮