দিনকয়েক আগে কুকুরকে খাওয়ানোর ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। তাতে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার ফেসবুক লাইভে এসে গালিগালাজ করেন তিনি। পরে অবশ্য সেই লাইভ ভিডিও ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন।

ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। অ্যাপার্টমেন্টের ১১ তলা থেকে জলন্ত সিগারেট নিচে ফেলা হয়। অভিযোগ, তা গিয়ে পড়ে একজনের পায়ে। এই নিয়ে বচসা হয় অ্যাপার্টমেন্টে। তাতেই চটে যান শ্রীলেখা। তার বক্তব্য ঘটনায় উত্যক্ত করা হয় তাকে। বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুক লাইভে এসে কার্যত কান্নাকাটি করেন অভিনেত্রী। নোংরা কদর্য ভাষা ব্যবহার করেন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। এমনকী তিনি বলেন, “আমার হাত কতদূর আপনারা জানেন না।” সম্ভবত কোনও শুভানুধ্যায়ী -এর পরামর্শে পরে সেই ফেসবুক ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে মুছে দেন। অভিনেত্রীর এহেন আচরণে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
