শ্রীলেখার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগে ফুটছে আবাসন

পথকুকুরদের খাওয়ানো বা ভালোবাসায় কোনো দোষ নেই।
কিন্তু সেটা করতে গিয়ে জটিলতা বাড়িয়েছেন শ্রীলেখা মিত্র।
প্রতিবেশীদের অভিযোগ, এলাকার মধ্যে প্রচুর কুকুর ঢুকে নোংরা করছে। পরিবেশ দূষিত হচ্ছে। অথচ বলতে গেলে শ্রীলেখা অশোভন আচরণ করছেন। এমনকি হাতে ছুরি নিয়েও নানারকম ভয় দেখিয়েছেন। কুকুরবাহিনী যদি এত নোংরা করে, সেটা সাফ করবে কে?

এদিকে শ্রীলেখার শিবির বলছে এই লক ডাউনে পথকুকুরদের খেতে দেওয়াটা বিশেষ জরুরি। তাতে বাধা দেওয়া অমানবিক।

প্রতিবেশীদের যুক্তি, তাঁরাও পথকুকুরদের খেতে দেওয়ার পক্ষে। কিন্তু সবকিছুর মাত্রজ্ঞান থাকবে তো। কুকুর যদি বাড়ির দোরগোড়ায় এসে নোংরা করে যায়, দল বেঁধে ঘুরতে থাকে, সেসব ঝামেলার দায় কে নেবে?

 

Previous articleকলকাতায় ফিরতে মহারাষ্ট্র সরকারের স্পেশাল পাস!
Next articleরাজ্য সরকারকে ৫ হাজার মাস্ক দিল বণিকসভা