Tuesday, May 13, 2025

রাজ্যে করোনা সংক্রমণ রোধে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেশিরভাগ বিরোধীদলই এই করোনা যুদ্ধ মোকাবেলায় সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়েছে এবং পাশে থাকার বার্তা দিয়েছে। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের কয়েকজন বিজেপি নেতা রাজনীতি করা থেকে সরছেন না। সৌমিত্র খাঁ অনুপাম হাজরার পরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হলেন। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় না কি লকডাউন মানছেন না। তিনি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সঙ্গে বেশ কিছু মানুষ থাকছেন। নিষেধাজ্ঞা অমান্য করে তিনি রাস্তায় নামছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দলমত নির্বিশেষে সবাই। রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন, তখন বিজেপি নেতৃত্বের এই ধরনের ‘নিন্দামন্দ’ ভালো চোখে দেখছেন না কেউই। অনেকের মতে, মমতা বন্দোপাধ্যায়ের এই উদ্যোগে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। সেই কারণেই সমালোচনা করতে ছাড়ছেন না। বাস্তবে দেখা যাচ্ছে যে, মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন তাঁর সঙ্গে খুবই অল্প সংখ্যক লোক রয়েছেন। তাঁরা সবাই মাস্ক পরে, হাতে গ্লাভস পরে রয়েছেন। এবং মুখ্যমন্ত্রীর নিজের থেকে যথেষ্ট দূরে তাঁদের রাখছেন। সাধারণত পুলিশ কমিশনার থাকছেন মমতার সঙ্গে। তিনিও দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকছেন। বাজারে গিয়ে গন্ডি কেটে দাঁড়ানোর কথা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তাঁকে ঘিরে এই সমালোচনায় ক্ষুব্ধ অনেকেই।

Related articles

১ জুন থেকে ট্রাফিক লঙ্ঘনে বন্ধ কাগজের চালান! বাধ্যতামূলক হচ্ছে ‘সংযোগ’ পোর্টাল

আগামী ১ জুন থেকে রাজ্যজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর হাতে লেখা কাগজের চালান কাটা হবে না। রাজ্য...

বুধ-বৃহস্পতিবারের মধ্যেই নাইট শিবিরে যোগ রাসেল সহ বাকি বিদেশিদের

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল(IPL)। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আইপিএলের(IPL) পরিবর্তিত সূচী ঘোষণা...

সোপিয়ানে সক্রিয় লস্কর! দুই জঙ্গি নিধনে প্রকাশ্যে গোয়েন্দা ব্যর্থতা

ভারতের সীমানা ভিতরে ঢুকে জনবহুল পর্যটনস্থানে ঢুকে সাধারণ পর্যটকদের নিশানা করল পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রায় আধ ঘণ্টা জঙ্গি...

শান্তি প্রতিষ্ঠায় বাণিজ্যের শর্ত ছিল না: ট্রাম্পের দাবি নস্যাৎ ভারতের

বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েই কার্যত ভারত ও পাকিস্তানকে সংঘর্ষ থেকে বিরত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রকাশ্যে বাণিজ্যের...
Exit mobile version