করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কারণ, এই মারণ ভাইরাস থেকে মানব সভ্যতাতাকে রক্ষা করতে এটাই আমাদের সকলের কাছে একমাত্র হাতিয়ার। কোভিড-১৯ নামক এই নরখাদক ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে আমাকে, আপনাকে কিছুদিন গৃহবন্দি থাকতেই হবে। যা সত্যি আমাদের প্রত্যেকের কাছে খুব কঠিন একটা কাজ।

কিন্তু এটা করতেই হবে। জানি, এই বন্দিদশা দমবন্ধ করা পরিস্থিতির মতোই। মেজাজ খিটখিটে করে দিচ্ছে। তবে চিন্তা করবেন না। লকডাউন। করোনাযুদ্ধ। তার ফাঁকেই সাগ্নিকের গান, সঙ্গে অনুভা। একবার শুনেই ফেলুন, দেখবেন দমবন্ধ করা পরিস্থিতি নিমেষে উবে গেছে।

তাই ঘরে থেকে একটু মনটাকে ভালো রাখতে সতেজ রাখতেগান শুনুন। সাগ্নিকের মন ভালো করা গান…
