করোনা সংক্রমণের গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। কাঁকিনাড়ার রথতলায় মই উদ্দিন নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ভাড়া থাকেন। পরিবারের একজনের জ্বর হওয়ায়, তাকে অ্যাম্বুলেন্সে করে বেলেঘাটা আইডি তে নিয়ে যাওয়া হয়। শুক্রবার অ্যাম্বুলেন্সে ওঠার সময় ফেসবুকে ভিডিও করে রানা দেবনাথ নামে এক যুবক। ভিডিওতে রানা জানান সংশ্লিষ্ট ব্যক্তির করোনা হয়েছে।

ওই পরিবারের এক সদস্য হুগলির ব্যান্ডেলে কাজ করেন। লকডাউনের কারণে হওয়ার বাড়ি ফেরেন তিনি। জ্বর, সর্দি হওয়ায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যান ওই ব্যক্তি।সেখান থেকে তাকে বেলেঘাটা আইডিতে যেতে বলা হয়।
এদিন দুপুরে অ্যাম্বুলেন্সে ওঠার সময় এক ব্যক্তি হঠাৎ মোবাইল বার করে ভিডিও করতে শুরু করে। ওই পরিবারের সদস্যদের দাবি, বহুবার বলা সত্ত্বেও সে বন্ধ করেনি। মুখে বলতে থাকে করোনা হয়েছে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ওই ভিডিও। গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। খবর যায় ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার কাছে। এরপর ভাটপাড়া থানার পুলিশ রানা দেবনাথকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। শনিবার তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার আইডিতে পরীক্ষার পর ওই ব্যক্তির করোনা সংক্রমণ হয়নি বলে জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা নিয়ে গুজব না ছড়ানো এবং কান না দেওয়ার আবেদন জানিয়েছেন বারবার। এদিনের ঘটনায় ভাটপাড়া পুরসভার ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দেবপ্রসাদ সরকার বলেন, “কোনও গুজবে কান না দেওয়া এবং গুজব না ছড়ানোর আবেদন জানাচ্ছি। কাঁকিনাড়ার অঞ্চলে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।”

