বেহালার রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে লকডাউন মানার পরামর্শ পার্থর

করোনা মোকাবিলায় সারা দেশের মতো এই রাজ্যেও চলছে লকডাউন। সিংহভাগ মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করলেও, মুষ্টিমেয় কিছু অসচেতন ও অবাধ্যদের জন্য কোথাও কোথাও লকডাউন ব্রেক হচ্ছে। যা ভয়ঙ্কর পরিণতি তৈরি করতে পারে।

তাই মানুষকে সচেতন করতে এবং লকডাউন মানার অনুরোধ নিয়ে বেহালায় তাঁর বিধানসভা এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরলেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আজ, শনিবার রাস্তায় বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় বেহালাবাসিদের অযথা রাস্তায় ভিড় না করার অনুরোধ করেন। তবে মানুষের অসুবিধে এড়াতে রাজ্য সরকার জরুরি বাস পরিষেবা চালু রেখেছে। খুব প্রয়োজন না পড়লে মানুষকে জরুরি বাস পরিষেবা ব্যবহার না করার কথাও বলেন তৃণমূল মহাসচিব।

পাশাপাশি, করোনা নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার কথা পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, রাজ্য সরকার করোনা নিয়ে সবরকম ব্যবস্থা গ্রহন করেছে। মানুষ সচেতন হলেই রাজ্য সরকার এর মোকাবিলা করতে পারবে।

Previous articleলকডাউন পর্বে বন্ধ জিআইএস মিল, কাঠগড়ায় কর্তৃপক্ষ
Next articleবেআইনি ভাবে চাল মজুত করায় গ্রেফতার ২