ধ্বংস হয়ে যাবে পৃথিবী! ভোররাতে ঘর ছাড়ল কাশ্মীর

গত কয়েক মাস ধরে অশান্ত কাশ্মীর। স্পেশাল স্টেটাস তুলে নেওয়ার পর জারি ছিল কার্ফু। বন্ধ ছিল ইন্টারনেট। এখন আবার দেশজুড়ে লকডাউন। এরইমধ্যে বৃহস্পতিবার ভোরে আতঙ্ক ছড়ায় ধ্বংস হয়ে যাবে পৃথিবী।

আতঙ্কে ঘর থেকে ছুটে বেরিয়ে যান সবাই। শুরু হয় আজান। কেউ বলেন ধ্বংসের ইঙ্গিত দেখা যাচ্ছে আকাশে। আবার কেউ বলে ওঠেন মহম্মদের নাম লেখা দেখা যাচ্ছে আকাশে। অথচ হঠাৎ কী হলো তার সদুত্তর নেই কারোর কাছে।

জানা গিয়েছে, সংবাদমাধ্যমের রিপোর্ট থেকেই আতঙ্ক ছড়ায়। সংশ্লিষ্ট রিপোর্টের বলা হয়, ২৬ মার্চ পৃথিবীর পাশ দিয়ে ছুটে যাবে এক গ্রহাণু। তাতে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। রিপোর্টে উল্লেখ করা হয় নাসার নাম। তা থেকেই তৈরি হয় আতঙ্ক। স্থানীয়রা বলেন, আজই ‘কয়ামত’ বা ধ্বংসের দিন।

Previous articleকেউ ভাঙলো পিগি ব্যাঙ্ক, জন্মান্ধ গায়িকা দিলেন টাকা, টিউশনির রোজগারও আজ ত্রাণ তহবিলে
Next articleবাড়ি গাড়ি ঋণে সুদ কমাচ্ছে এসবিআই