লকডাউন মানাতে শিলিগুড়িতে ‘পাড়া বনধ”

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনা ধরা পড়তেই সতর্ক হয়ে গেল শিলিগুড়ি। রবিবার থেকে নিজেদের এলাকা বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। শিলিগুড়ির ৪৫নম্বর ওয়ার্ডের মাল্লাগুড়ি এলাকার বাসিন্দারা তাঁদের পাড়া ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন।সেখানে বোর্ড লাগানো হয়েছে যে, করোনা সংক্রমণ রোধে জন্য পাড়ায় বাইরের লোক ঢোকা নিষিদ্ধ। বাসিন্দা রজনীশ শর্মা জানান, “আমাদের পাড়ায় কেউই লকডাউন সেভাবে মানছে না। তার মধ্যে যখনই আমরা শুনতে পেয়েছি যে মেডিক্যালে একজন পজিটিভ হয়েছে। তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বাইরের লোকজনকে আর পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। যদি নিতান্তই কাউকে ঢুকতে হয় তাহলে তার সম্পূর্ণ খবরাখবর নিয়ে তারপর ঢুকতে দেওয়া হবে”। তবে শুধু এই পাড়া নয় শহরের বিভিন্ন এলাকার মানুষ নিজেদের পাড়া বন্ধ করে দিয়েছে। আতঙ্কের জেরেই নিজেদের পাড়াকে নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Previous articleহুগলিতে ত্রাণসামগ্রী বিলি গ্ৰামীণ পুলিশ সুপার
Next articleকরোনা হেলমেট পরে ময়দানে পুলিশ