হুগলিতে ত্রাণসামগ্রী বিলি গ্ৰামীণ পুলিশ সুপার

সাধারণ মানুষ থেকে কৃষক শ্রেণীর মানুষের পাশে হুগলির গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। গ্রামের মানুষগুলির বাড়িতে পৌঁছে দিচ্ছেন ত্রাণ তহবিল। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে জমিতে চাষ করার আর্জি জানান পুলিশ সুপার। তবে শুধু তিনি নন হুগলির গ্রামীণ পুলিশ নিজেদের মাসিক বেতন থেকে ত্রাণ তহবিলের উদ্যোগ নিয়ে দিনমজুর পরিবারগুলোর হাতে তুলে দিচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী। তাদের উদ্যোগে গুড়াপ থানার সহযোগিতায় করা হচ্ছে এই কাজ। রবিবার পঞ্চায়েত এলাকার ৪০০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। দুঃস্থ মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পুলিশ সুপার তথাগত বসু এবং গুড়াপ থানার অফিস ইনচার্জ জয়ন্ত পাল। এর সঙ্গে বিভিন্ন সরকারি নীতি নির্দেশ মানার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা বার্তা দেন তাঁরা। এই ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য দিনমজুর কৃষক ও তাদের পরিবারকে সর্তক থাকার আবেদনও জানান তাঁরা।

Previous articleলকডাউন: দলে দলে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা ঠেকাতে সীমান্ত সিল সহ একাধিক নির্দেশ কেন্দ্রের
Next articleলকডাউন মানাতে শিলিগুড়িতে ‘পাড়া বনধ”