ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের

করোনাভাইরাস ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছেন ত্রাণ তহবিল৷ যেখানে প্রায় প্রতিদিনই জমা পড়ছে অনুদান। মুখ্যমন্ত্রী এই তহবিলে দান করতে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন৷ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান দিল পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সংস্থার তরফে সুধাংশুশেখর দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর নিরবিচ্ছিন্ন লড়াই-ই আমাদের ভরসা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করলাম। আশা করি, আমরা খুব দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠবই”

Previous articleচতুর্থ করোনা টেস্টেও পজিটিভ কণিকা কাপুর,আরও দু’বার পরীক্ষা হবে
Next articleএবার আক্রান্ত পাইলট