শেওড়াফুলিতে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া যায় রবিবার। সেই ব্যক্তি ৫ দিন আগে উত্তরপাড়া শিবতলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেই খবর জানতে পেরে উত্তরপাড়া পুরসভার পক্ষ থেকে সোমবার সকাল থেকেই ব্লিচিং পাউডার, ওষুধ মেশানো জল দিয়ে এলাকা পরিষ্কার করা হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান দিলীপ যাদব। তিনি আর কোথায় কোথায় গিয়েছিলেন সে বিষয়ে পুরসভা ও পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান করা হচ্ছে।
