করোনা পরিস্থিতি: কারও যেন খাবার অভাব না হয়, জেলাশাসকদের দেখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

লকডাউনের জেরে অনেকেই কাজ হারিয়েছেন। কারও কারও ফিরে আসতে হয়েছে ভিন রাজ্য থেকে। এই পরিস্থিতিতে রাজ্যের কোনও গরিব মানুষ যেন না খেতে পেয়ে মারা না যান, সে বিষয়ে সব জেলাশাসকে দেখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব জেলার জেলাশাসক এবং প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, যাঁদের রেশন কার্ড নেই, তাঁদেরও খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে রাজ্যের জেলার শাসকের দেখতে নির্দেশ দেন মমতা।

পাশাপাশি তিনি পুলিশকে বলেন, আইন মানতে কড়া হলেও পুলিশ যেন কোনও ক্ষেত্রে বাড়াবাড়ি না করে। আধুনিকরণের পরিষেবা দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Previous articleNRS-এ জ্বর,শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মহিলার মৃত্যু,নমুনা গেলো নাইসেডে
Next articleঅ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আইসোলেশন কেন্দ্র হবে: মমতা