Saturday, November 15, 2025

ঘরে ফেরা: অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হেঁটে বাড়ির পথে পরিযায়ী শ্রমিক

Date:

দেশজুড়ে চলছে লকডাউন। কারখানা বন্ধ। তাড়িয়ে দিয়েছে মালিক। মাথা গোঁজার ঠাঁই নেই। পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে চেয়েছিলেন ভকিল। সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। দিল্লি থেকে রওনা হয়ে মেরঠ পৌঁছে রাস্তার মাঝেই জ্ঞান হারান দম্পতি।

দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে শয়ে শয়ে শ্রমিক, মজুরদের হাঁটতে দেখা গেছে। কেউ ভিড় করেছেন আনন্দ বিহার বাস টার্মিনাসে। বাস না পেয়ে হেঁটেই গ্রামে ফেরার চেষ্টা করেছেন কেউ। অনাহারে দীর্ঘপথ হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও অনেক। মৃত্যুর খবরও সামনে এসেছে।

বুলন্দশহরের অমরগড়ে বাড়ি ভকিলের। দিল্লিতে দিনমজুরির কাজ করতেন তিনি। মাস খানেক আগে দিল্লিতে নিয়ে যান স্ত্রীকেও। দিল্লির হিংসার সময় থেকেই কাজ অনিশ্চিত হয়ে পড়ে। লকডাউন শুরু হতেই কারখানার ঝাঁপ ফেলে দিলেন মালিক। এমনকী মাইনের টাকাটাও দিতে রাজি হননি মালিক। তাই গ্রামে ফেরার চেষ্টা করেন তাঁরা।

দিল্লি থেকে উত্তরপ্রদেশ যাওয়ার সময় গাদাগাদি তে বাসে উঠতে পারেননি। টানা দু’দিন এই প্রায় ১০০ কিলোমিটার পথ পেরিয়েছেন ভকিল ও তাঁর স্ত্রী। খাবার বলতে সঙ্গে ছিল শুধু জল। জানা গিয়েছে, মেরঠের সোহরাব গেটের কাছে জ্ঞান হারান এই দম্পতি। ছুটে যান স্থানীয়রা। খাবার, জল দেওয়া হলেও ধুঁকছিলেন ভকিল। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থাও ছিল সঙ্কটজনক। এরপর অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁদের গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version