মমতার কলমে এবার কোভিড-১৯

করোনা আপডেট :৩০ মার্চ, রাত ১০ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৪১,৯০৭, মৃত ৩৫,৩৩৭। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ৩০। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

ফের কলম তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই দেশ-রাজ্য-মানুষ সঙ্কটে পড়েছে, তখনই কলম হাতে নিয়েছেন মমতা। কখনও বিদ্রোহ, কখনও ভালবাসা। মমতার কবিত মন ছুঁয়েছে মানুষের।

এবার লড়াই নরখাদক ভাইরাসের বিরুদ্ধে। যার গ্রাসে আজ গোটা পৃথিবী। সঙ্কটে মানব সভ্যতা। তাকে জব্দ করতে পারছে না কোনও বিজ্ঞান, কোনও গবেষণা। দুনিয়াকে শুধু মৃত্যুপুরীতে পরিণত করাই নয়, মানুষে মানুষে সম্পর্কে বাধা হয়েছে কোভিড-১৯।

সব মিলিয়ে করোনা নিয়ে এবার কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নিন তাঁর লেখা কবিতা কোভিড-১৯।

Previous articleকরোনা আক্রান্ত আধিকারিক, কোয়ারেন্টাইনে ইজরায়েলের প্রধানমন্ত্রী
Next articleফিলাডেলফিয়া থেকে বাঙালি গবেষক কী জানালেন?