করোনা আক্রান্ত আধিকারিক, কোয়ারেন্টাইনে ইজরায়েলের প্রধানমন্ত্রী

করোনা আপডেট :৩০ মার্চ, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৪১,৯০৭, মৃত ৩৫,৩৩৭। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ৩০। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের এক অফিসারের শরীরে মিলেছে করোনাভাইরাস৷ যার জেরে কোয়ারেন্টাইনে পাঠানো হল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু সহ আরও কয়েকজনকে।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কোয়ারেন্টাইনে থাকতে চান৷ যতদিন না প্রমাণ হচ্ছে তাঁদের শরীরে করোনা নেই ততদিন তাঁর দফতরের কর্মীরাও কোয়ারেন্টাইনে থাকবেন। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনা আক্রান্ত গত সপ্তাহে ইজরায়েলের সংসদের অধিবেশনেও উপস্থিত ছিলেন৷ সেখানে নেতানইয়াহু ছিলেন৷

Previous articleপয়লা বৈশাখে মিলতে পারে ছাড়, মিষ্টির দোকান খুলবে দুপুরে: ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleমমতার কলমে এবার কোভিড-১৯