করোনার কারণে টোকিও ওলিম্পিক এক বছর পিছিয়ে গেল। কথা ছিল, এ বছরের জুলাইতে হবে ওলিম্পিক। মশালও জ্বলেছিল। কিন্তু করোনার কারনে সব বন্ধ হয়ে যায়। এবার ইন্টারন্যাশনাল ওলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে জানা যাচ্ছে টোকিও ওলিম্পিক শুরু হবে ২৩ জুলাই ২০২১। শেষ হবে ৮ অগাস্ট। অর্থাৎ ১৫দিন চলবে। তবে এই ওলিম্পিকে কিন্তু ২০২১ টোকিও ওলিম্পিক নামে নয়, পরিচিত হবে ২০২০ টোকিও ওলিম্পিক নামেই।
