Tuesday, January 13, 2026

করোনা’কে সামনে রেখেই কাছাকাছি আসছেন মোদি-ওমর আবদুল্লা

Date:

Share post:

করোনা-ত্রাসের আবহেই মোদির ‘মিশন-কাশ্মীর’৷

আর ‘শত্রু’ নয়৷ জাতীয় রাজনীতিতে ন্যাশনাল কনফারেন্স আর বিজেপি’র কাছাকাছি আসার বৃত্ত সম্ভবত সম্পূর্ণ হতে চলেছে৷

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মুক্তি পাওয়ার পর থেকেই বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে নতুন সমীকরণের জল্পনা বাতাসে ভাসছিলো৷ এবার সেই জল্পনা সত্যি করতে দু’পা এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই সেদিনও যে ওমর আবদুল্লাকে কার্যত ‘দেশবিরোধী’ বানিয়ে আটক করা হয়েছিলো, ছাড়া পাওয়ার দিনকয়েকের মধ্যেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন মোদি৷

অতীতে কখনই সে ভাবে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়নি মোদি এবং ওমরকে । কিন্তু করোনা পরিস্থিতি তাঁদের কাছাকাছি এলো৷ ঢাক-ঢোল পিটিয়েই সৌজন্য বিনিময় হল এই দু’জনের৷

করোনার প্রকোপের মধ্যেই বন্দিদশা থেকে মুক্তি পান ওমর৷ ছাড়া পেয়ে মোদির দেখানো পথেই দলের কর্মী-সমর্থকদের করোনা সচেতন করেছেন ওমর। আর ওমরের এই উদ্যোগ দেখে প্রধানমন্ত্রী মুগ্ধ৷

রবিবার রাতে প্রয়াত হয়েছেন ওমর আবদুল্লার চাচা মহম্মদ আলি মাট্টু। এই লকডাউন এবং সোশ্যাল ডিসট্যান্সিং -কালে চাচা’র শেষযাত্রায় যাতে মানুষের ভিড় না হয় তা নিশ্চিত করতে টুইটারে নিজেই আবেদন করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সমর্থকদের বলেন, “আপনারা দয়া করে সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমাদের বাড়িতে বা কবরস্থানে কেউ জমায়েত করবেন না।”

ওমরের এই বার্তা মোদির নজর কাড়ে। ওমরকে প্রশংসায় ভরিয়ে টুইট করে তিনি। মোদি বলেন, “কষ্টের সময়ে আপনার এই বার্তা প্রশংসাযোগ্য। আপনার এই উদ্যোগ করোনার বিরুদ্ধে আমাদের লড়াইকে শক্তি জোগাবে।” প্রধানমন্ত্রীর টুইটে আপ্লুত ওমর তাঁকে পালটা টুইট করে ধন্যবাদও দেন।

রাজনৈতিক মহল বলছে, মোদি-ওমর ‘ডিল’ চূড়ান্ত হয়ে গিয়েছে৷ চূড়ান্ত হয়েছে বলেই একই কারনে আটক হওয়া সত্ত্বেও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মুক্ত এবং আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এখনও বন্দি৷

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...