করোনা মোকাবিলায় হাত বাড়াল উইপ্রো

করোনাভাইরাসের জেরে মৃত এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। এই পরিস্থিতির মোকাবিলায় সাহায্যের হাত বাড়াল আজিম প্রেমজির উইপ্রো।

প্রেমজির সঙ্গে যুক্ত ৩ সংস্থা মোট ১১২৫ কোটি টাকা দান করল করোনা মোকাবিলায়। এক যৌথ বিবৃতিতে উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ এবং আজিম প্রেমজি ফাউন্ডেশনে অনুদানের কথা ঘোষণা করেছে। তারা উল্লেখ করেছে, করোনার জেরে যে সঙ্কট তৈরি হয়েছে তা মোকাবিলা করতে উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন যৌথভাবে ১১২৫ কোটি টাকা অনুদান করার সিদ্ধান্ত নিয়েছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, যার মধ্যে আজিম প্রেমজি ফাউন্ডেশনের তরফে এক হাজার কোটি, উইপ্রো এন্টারপ্রাইজের তরফে ১০০ কোটি এবং উইপ্রো লিমিটেডের তরফে ২৫ কোটি দেওয়া হয়েছে।

Previous articleনিজামুদ্দিন ফেরত লোকগুলোর থেকেই করোনার খরচ তুলুন মুখ্যমন্ত্রী, দাবি লকেটের
Next articleকরোনা সতর্কতা: অষ্টমীর স্নান বন্ধ তুফানগঞ্জে