Thursday, August 28, 2025

তাবলিগ জামাতের সদস্যের থেকে সতর্ক থাকুন, খুঁজে বার করুন, সব রাজ্যকে বার্তা কেন্দ্রের

Date:

Share post:

দিল্লির “মার্কাজ নিজামুদ্দিন” মসজিদ থেকে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ৷ শরীরে COVID-19 বহন করে এখনও ঘুরে বেড়াচ্ছেন বহু তাবলিগ-ই-জামাতের সদস্য৷ দেশের সমস্ত রাজ্য সরকারকে এ বিষয়ে সতর্ক করল কেন্দ্র৷

কেন্দ্রের আশঙ্কা, তবলিগ-ই-জামাতের সদস্যদের মধ্যে অনেকেই সম্ভবত করোনায় আক্রান্ত৷ তাঁদের খুঁজে বের করারও নির্দেশ দিলো কেন্দ্র।

রাজ্যগুলির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি বার্তায় বলা হয়েছে, ” যদি এমন কোনও বিদেশির খোঁজ মেলে যিনি তবলিগ-ই-জামাতের সদস্য, তবে সঙ্গে সঙ্গে তাকে বা তাদের পুরোপুরি পরীক্ষা করে দেখতে হবে দেহে করোনা বাসা বেঁধেছে কিনা। যদি প্রয়োজন হয়, তাকে বা তাদের আলাদা করে রাখতে হবে অথবা হাসপাতালে ভর্তি করতে হবে। বিমানবন্দরগুলোর দিকেও কড়া নজর রাখতে হবে, যাতে কোনও করোনা আক্রান্ত পালাতে না পারে” দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানদের কাছে এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷

কেন্দ্রীয় সরকারের এই সতর্কবার্তায় স্পষ্ট হচ্ছে,
দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ মসজিদকেই এই মুহূর্তে দেশের করোনা সংক্রমণের ভরকেন্দ্র বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার৷
মার্চের প্রথম থেকে মধ্যভাগ পর্যন্ত দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ মসজিদে এক বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে তবলিগ-ই-জামাত সংগঠন। এই সমাবেশে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের তবলিগ-ই-জামাত সদস্যরা। তাঁদের অনেকেই নিজেদের রাজ্যে ফিরে গেছেন। ফলে ওই ব্যক্তিদের মধ্যে কিছু মানুষও যদি করোনা সংক্রামিত হন, তবে তাঁদের থেকে হু-হু করে ওই ভাইরাস ছড়িয়ে পড়বে অন্যের শরীরে৷ সে কারনেই এই জামাত সদস্যের থেকে সতর্ক থাকতে, তাঁদের খুঁজে বের করতে, রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। ইতিমধ্যেই ওই মসজিদের সমাবেশে যোগদানকারীদের মধ্যে কমপক্ষে ১২৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। এখনও পর্যন্ত ওই সমাবেশে অংশ নেওয়ার পরে তামিলনাড়ুতে ৫০ জন, দিল্লিতে ২৪ জন, তেলেঙ্গানায় ২১ জন, অন্ধ্রপ্রদেশে ২১জন, আন্দামানে ১০ জন এবং অসম এবং জম্মু ও কাশ্মীরে একজন করে মুসলিমের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এই সমাবেশে যোগ দেওয়া মোট ৮২২ জন বিদেশিও বিভিন্ন রাজ্যে ঘুরেছিলেন। এবার তাঁদের বিবরণও বিভিন্ন রাজ্যের পুলিশ প্রধানদের জানানো হয়েছে বলে খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

—–

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...