করোনা মোকাবিলায় নিঃশব্দে মমতার ত্রাণ তহবিলে ৬ মাসের পেনশন তুলে দিলেন বুদ্ধ

করোনা আপডেট :১ এপ্রিল, রাত ১১টা। বিশ্ব : আক্রান্ত ৮,৮২,০৬৮, মৃত ৪৪,১৩৬। দেশ : আক্রান্ত ১৬৩৭, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৪১, মৃত ৪।

শরীর একেবারে ভালো নেই তাঁর। অসুস্থ শরীর নিয়ে দীর্ঘদিন গৃহবন্দি। শোনা যায়, চোখেও এখন খুব একটা ভালো দেখতে পান না। তবে খারাপ থাকলেও রাজ্যের ভালোমন্দ-এর খবর এখনও রাখেন।

বাড়িতে শুয়েই তাই রাজ্যে করোনার প্রকোপে নজর আছে তাঁর। এই সঙ্কটকালে রাজ্যবাসীর জন্য কিছু করতে চান তিনিও। তাই এবার নিজের ৬ মাসের পেনশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা মোকাবিলায় তৈরি ত্রাণ তহবিলে তুলে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং গোটাটাই করলেন নিঃশব্দে। বুদ্ধবাবুর পরিবারও এই নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।

Previous articleকিশোর কুমারের কালজয়ী গান গেয়ে লকডাউনে সচেতনতার বার্তা পুলিশ আধিকারিকের
Next articleপ্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে থাকবেন না মমতা