Tuesday, August 26, 2025

আগামী দু সপ্তাহ গুরুত্বপূর্ণ: “রাস্তায় আড্ডার সময় পরে পাবেন, এখন বাড়িতে থাকুন”, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

“একসঙ্গে ক্যারম খেলার, আড্ডা দেওয়ার অনেক সুযোগ পাবেন। এখন বাড়িতে থাকুন। আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ”। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা বিলাসিতা করার সময় নয়। রাজ্যে খাদ্যপণ্য যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কিন্তু তার মানে এই নয় রাজ্যবাসী পিকনিক মুডে থাকবেন। তিনি বলেন, বাড়িতে আলুসেদ্ধ-ভাত খেয়ে থাকুন। কিন্তু অযথা রাস্তায় বেরিয়ে জিনিস কেনার নামে ভিড় করবেন না। উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি বাড়িতে একাই থাকছেন। এবং নিজেই ভাত, ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাচ্ছেন। এই পরিস্থিতিতে সেদ্ধ-ভাত রাজ্যবাসী পাচ্ছে এটাই অনেক বড় কথা। অনেক রাজ্যে সেটাও পাওয়া যাচ্ছে না।

বারবার তিনি বাড়িতে থাকার প্রয়োজনীয়তার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, আগামী দুই সপ্তাহ খুব সাবধানে থাকতে হবে। কারণ অসতর্কতায় বড় বিপদ ঘটে যেতে পারে। লক্ষ্মণরেখা টেনে দেওয়া হয়েছে। সবাইকে সেটা মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রথিতযশা চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও সুকুমার মুখোপাধ্যায়। রাজ্যবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরাও। বারবার বলেছেন, এই যুদ্ধে আমাদের সবাইকে মিলে লড়তে হবে। কিন্তু সেটা করতে হবে বাড়িতে থেকে, সবাই মিলে রাস্তায় বেরিয়ে এই যুদ্ধ জয় করা যাবে না। উল্টে সংক্রমণ ছড়িয়ে পড়বে। বারবার বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version