বাগবাজারে গ্যাস লিক, আতঙ্কে বাসিন্দারা

গ্যাস সিলিন্ডার লিক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল বাগবাজারে। মঙ্গলবার রাত ৮টা ৪৫মিনিট নাগাদ ঘটনাটি ঘটে বাগবাজারের নলিনী সরকার লেনে। খবর যায় দমকলে ও গ্যাস কোম্পানির আধিকারিকদের কাছে। এলাকা ঘিরে ফেলে পুলিশ। গ্যাস কোম্পানির তরফে জানানো হয়, এখানে মাটির নিচে তাদের গ্যাসের পাইপ থাকলেও তা বছর খানেক ধরেই বন্ধ।

দমকলের তরফে গোটা এলাকা জল দিয়ে ধোয়া হয়। পরে আস্তে আস্তে কিছুটা গ্যাসের গন্ধ কম হতে থাকে। তবে এই ঘটনায় কোনও অসুস্থতার খবর নেই।