Sunday, August 24, 2025

দেশে হাহাকার, মোদি সরকার লাখ লাখ টন কিট পাঠালো সার্বিয়াতে!

Date:

Share post:

মোদি সরকারের কেলেঙ্কারি, নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? একটি তথ্য রাজনৈতিক মহলে রীতিমত ধুন্ধুমার ফেলে দিয়েছে।আর করোনা হামলার মাঝে এ নিয়ে বেজায় অস্বস্তিতে কেন্দ্র সরকার।

কী সেই কেলেঙ্কারি? করোনা ভাইরাসের চিকিৎসা যারা করছেন সেইসব স্বাস্থ্যকর্মীদের কিট প্রায় পাওয়াই যাচ্ছে না দেশে। রাজ্য সরকার বারে বারে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েও পর্যাপ্ত কিট পায়নি। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এ নিয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে আবেদনও করেছেন। কিন্তু মারাত্মক খবরটি উঠে এল বুধবার সকালে। জানা গিয়েছে, কিটের আকালের মাঝেই দিল্লির সরকার ৯০টন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সার্বিয়াতে! সার্বিয়ার ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর শাখা এই মেডিক্যাল সরঞ্জাম হাতে পাওয়ার পর ট্যুইট করতেই বিষয়টি প্রকাশ্যে চলে আসে। আর তারপরই শুরু হয়েছে জোর বিতর্ক। ফাঁপড়ে পড়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যথারীতি ঘটনার কথা অস্বীকার করেছে।

ইউএনডিপির ট্যুইটে কী বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে, কার্গোর দ্বিতীয় বিমান ৭৪৭ ভারত থেকে বেলগ্রেডে এসে পৌঁছেছে। যাতে রয়েছে ৯০টন মেডিক্যাল সরঞ্জাম। করোনা হানার মাঝখানে এই ধরণের দুর্মূল্য মেডিক্যাল সরঞ্জাম কিনেছে সার্বিয়া সরকার। যার অর্থ দিয়েছে ইইউ। সার্বিয়ার ইউএনডিপির অনুরোধেই ভারত সরকার খুব দ্রুত এই কিট পাঠিয়েছে।

কী রয়েছে এই কিটে? রয়েছে ৫০ টন সার্জিক্যাল গ্লাভস। এছাড়া রয়েছে মাস্ক এবং কভারলস। যেগুলি করোনা চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের সবচেয়ে বেশি প্রয়োজন। কোচি এয়ারপোর্ট থেকে এই কার্গো বিমান বেলগ্রেডে যায়। সেখানকার সূত্র বলছে গত ২৯মার্চ আর একটি বিমান যায় বেলগ্রেডে। যে কার্গো বিমানটিতে ছিল ৩৫লক্ষ জোড়া স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস। আর দ্বিতীয়বার ৩০টনের সরঞ্জাম বেলগ্রেড পাঠানো হয়েছে ট্রানসাভিয়াএক্সপোর্ট এয়ারলাইনস কার্গো ফ্রেইটে। কচি কাস্টমস এই ক্লিয়ারেন্স নিয়ে ট্যুইটও করেছে। কী সেই ট্যুইট? ‘৩৫ লাখ জোড়া স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস সার্বিয়াতে পাঠানো হলো মূলত করোনার বিরুদ্ধে লড়াইয়ের সরঞ্জাম হিসেবেই। কোচি কাস্টমস এর ক্লিয়ারেন্স দিয়েছে।’

প্রত্যুত্তরে নয়াদিল্লি থেকে যে বিবৃতি স্বাস্থ্যমন্ত্রক দিয়েছে তাতে সন্দেহ আরও বেড়েছে বইকি কমেনি। স্বাস্থ্যকর্তা লাভ আগরওয়াল প্রথমে বলেছেন, এ বিষয়ে কিছুই জানে না সরকার। তারপর বলেছেন, আমাদের এখন কাজ হলো অন্য দেশ থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরঞ্জাম জোগাড় করা। সার্বিয়া সরকারের প্রতি যথাযথ সম্মান দিয়েই বলছি এখনও পর্যন্ত এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই।

কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হলেও সার্বিয়া সরকারের ট্যুইট বিপাকে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকারকে। দেশের এই হাহাকারের মাঝে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সার্জিক্যাল কিট বিদেশে পাঠানোয় ক্ষোভ ছড়িয়েছে, বিস্মিত বিরোধীরা। সরকারকে কাঠগড়ায় তোলা শুরু হয়েছে। এই ঘটনা যে বহুদূর যাবে এবং সরকারের মাথাব্যথার কারণ হবে, তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...