নিজামুদ্দিনের জের, ১০০ জনের শরীরে করোনা উপস্থিতি, শুধু তামিলনাড়ুতেই ৫০!

বিজ্ঞানের আহ্বানে সারা দিতে হবে ধর্মকেও। আর এই সত্যটি না বুঝলে যা হবার, তাই হল । দিল্লির নিজামুদ্দিন এ মার্চের মাঝামাঝি সময়ে জমায়েত হয়েছিল প্রায় ২ হাজার মানুষ। সেই জমায়েত কারীর অন্তত ১০০ জনের দেহে মিলল করোনাভাইরাস।বিশেষজ্ঞদের মতে সংখ্যাটা বাড়তে পারে আশঙ্কাজনকভাবে।
এখনও পর্যন্ত তবলিগ জামাতের সদর দফতর ‘মরকজ নিজামুদ্দিন’ থেকে অন্তত ২,১০০ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।তামিলনাড়ুর ৫০, দিল্লির ২৪, তেলঙ্গানার ২১, অন্ধ্রপ্রদেশের ১৮ জন, আন্দামানের ১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে, যাঁরা এই জমায়েতে যোগ দিয়েছিলেন। এ ছাড়া জম্মু-কাশ্মীর ও অসমেও একজন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন, যাঁরা এই জমায়েতে ছিলেন। তবে মিনিস্ট্রি অফ হেলথ এই মুহূর্তে দোষারোপের পথে হাঁটতে রাজি নয়। ১২ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত দিল্লির নিজামুদ্দিনে এক ধর্মীয় সভায়,ভারতের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে প্রায় আড়াই হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। এরপরে ২২শে মার্চ লকডাউন এর ঘোষণার ফলে দিল্লিতে আটকা পড়ে যান প্রায় ১১০০ মানুষ।