লকডাউনের মধ্যেই রাজ্যজুড়ে হঠাৎ মৃত্যু মিছিল। সকালেই বেলঘরিয়ার করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় রথতলার জেনিথ হাসপাতালে। গত ২৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিদেশ ভ্রমণ বা ভিন রাজ্যে যাওয়ার ইতিহাস নেই ওই ব্যক্তির।

একইসঙ্গে সকাল ৮ টা নাগাদ টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি রোগীর মৃত্যু হয়। তাঁর রক্ত পরীক্ষা করে দেখা হচ্ছে, তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কিনা। যদি সেটা হয়, তাহলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াবে ৭।
