Saturday, August 23, 2025

মারণ ভাইরাস কোভিড-১৯ নিয়ে চিন্তিত গোটা বিশ্ববাসী। এখনও পর্যন্ত তাবড় তাবড় চিকিৎসকরাও এই মারণ ভাইরাস থেকে মুক্তির পথ বলতে পারেননি। তবে আপনার কণ্ঠস্বর যাচাই করে বলে দেবে আপনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত কিনা! সম্প্রতি ইজরায়েল ‘স্টার্ট আপ নেশন সেন্ট্রাল’ নামে একটি সংস্থা এমনই একটি অ্যাপ তৈরি করেছে। যার নাম ‘দি শিল্ড’। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি সংস্থার ১০ শতাংশ কর্মী এবং আক্রান্ত ব্যক্তিদের ওপর তারা এই পরীক্ষা চালিয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, কোনও ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার কণ্ঠস্বর এবং শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। যা দেখে বোঝা যাবে তিনি করোনায় সংক্রমিত কিনা।

ইতিমধ্যে ইজরায়েলে চার হাজারের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত। স্টার্ট-আপের তরফে বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের উপরও পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই সমস্ত রোগীদের শ্বাস-প্রশ্বাসের গতি বিধি এবং কণ্ঠস্বরের উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়েছে। আপাতত কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সমস্ত তথ্য একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হয়েছে। যাতে পরবর্তীকালে ওই তথ্যের ওপর ভিত্তি করে সহজেই বোঝা যায় অন্য কোনও ব্যক্তি এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন কিনা।

এমনকী এই অ্যাপের মাধ্যমে যে কোনও ব্যক্তি তার কন্ঠস্বর রেকর্ড করে গবেষকদের কাছে পাঠাতে পারবেন। সেই কণ্ঠস্বর পরীক্ষা করে গবেষকরা জানিয়ে দেবেন কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version