করোনার থাবা। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেত্রী জুলি বেনেট-এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দ্য যোগী বিয়ার-খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।

জুলি বেনেটের বন্ধু জানান, গত ৩১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর শুক্রবার তাঁর মৃত্যুর খবর আসে।