দেশে করোনা আক্রান্ত ২৫৬৭, একদিনে সর্বাধিক মৃত্যু আমেরিকায়

সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬৭ - তে। সুস্থ হয়েছেন ১৫৭ জন। মৃত্যু হয়েছে ৭২ জনের।

করোনা নিয়ে বাড়ছে আতঙ্ক। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬৭ – তে। সুস্থ হয়েছেন ১৫৭ জন। মৃত্যু হয়েছে ৭২ জনের। দেশের মধ্যে আক্রান্তের নিরিখে প্রথম মুম্বই। দ্বিতীয় তামিলনাড়ু। তৃতীয় কেরল। চতুর্থ দিল্লি। রাজধানীতে কোয়ারেন্টাইন ভাঙায় ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দিল্লির ক্যান্সার কেন্দ্রে ২ নার্সের শরীরে সংক্রমণ মিলেছে। রাজস্থানের ১৪ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ পজিটিভ। মুম্বইয়ে ৩ জনের শরীরে নতুন করে সংক্রমনের খবর পাওয়া গিয়েছে। আগ্রায় ৬ জন আক্রান্ত হয়েছেন। গুজরাতের গোধরা ৭৮ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্ধ্রপ্রদেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি।

অন্যদিকে, প্রায় সারা বিশ্বে ছড়িয়েছে সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ১৭ হাজার ৫৬৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ হাজার ২৪৯ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন ২ লক্ষ ১২ হাজারের বেশি। স্পেনে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। ইতালিতে মৃত্যু হয়েছে প্রায় ১৪ হাজার। আমেরিকায় মৃত্যুর সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। দেশে একদিনে মৃত্যু হয়েছে ১১৫৯ জনের। যা এখনও পর্যন্ত সর্বাধিক । ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি। অন্যদিকে চিনে নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে।

Previous articleকরোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি নিয়ে কী বললেন ডাঃ কুণাল সরকার?
Next articleটানা তিন সপ্তাহ লকডাউনের পর ট্রেন কি চলবে? জানাল রেলমন্ত্রক