গুরুংয়ের ৫ সঙ্গীর অন্তর্বর্তী জামিন

করোনা আপডেট :৩ এপ্রিল, সকাল ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১০,১৫,৪৬৬, মৃত ৫৩,১৯০। দেশ : আক্রান্ত ২০৬৯, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

করোনা সংক্রমণে কথা মাথায় রেখে পাহাড়ের মোর্চার নেতা বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ পাঁচজনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদের বিরুদ্ধে মামলা চলছিল। ভিডিও কনফারেন্সে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। অভিযুক্তরা তিন মাসের জামিন পেয়েছে। ২০১৮তে দার্জিলিংয়ের বাদামতাম থেকে জিলোটিন স্টিক উদ্ধার ও একাধিক দেশদ্রোহীতার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। দার্জিলিং সংশোধনাগারে ছিল। ২০১৭-র জুন মাসে পাহাড়ে আন্দোলন শুরু হয় আর সেই আন্দোলনের সূত্র ধরেই ২০১৮ সালে পূরন তামাং, শেখর রাই, বিশাল তামাং, ভাস্কর রাই সফর লামা গ্রেফতার হয়।

Previous articleরাস্তার কুকুরদের ক্ষুধা মেটাচ্ছে চন্দননগরের পাল পরিবার
Next articleরবিবার রাত নটায় আলো নিভিয়ে নমিনিট প্রদীপ: মোদি