রবিবার রাত নটায় আলো নিভিয়ে নমিনিট প্রদীপ: মোদি

করোনা আপডেট :৩ এপ্রিল, সকাল ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১০,১৫,৪৬৬, মৃত ৫৩,১৯০। দেশ : আক্রান্ত ২০৬৯, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

করোনাযুদ্ধে শুক্রবার সকালে ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বললেন:

সবাই অনুশাসন আর সেবাভাব রেখে চলছে।

প্রশাসন ও জনতা একসঙ্গে লড়ছে।

22 মার্চ জরুরি পরিষেবাকে ধন্যবাদ। আজ অন্য দেশ করছে।

দেশ এক হয়ে লড়ছে।

লকডাউনে দেশে ঘরবন্দি কেউ যদি ভাবে একা কী করব, আর কতদিন?
এটা জরুরি। কিন্তু কেউ একলা নই।
130 কোটির শক্তি।
সময়ে সময়ে এই শক্তি অনুভব হয়।

মানা হয় জনতা জনার্দন ঈশ্বরের রূপ।
এখন জনতারূপী মহাশক্তির সাক্ষাৎ মনোবল বাড়ায়।

করোনার জন্য সবচেয়ে প্রভাবিত গরিব।
তাদের আশার আলো দেখাতে হবে।
অন্ধকার মুছতে হবে।

আলোর তেজ বাড়াতে হবে।

5 এপ্রিল রবিবার আলোর প্রকাশ।

মহাশক্তির জাগ্রত।

রবিবার রাত নটায় ন মিনিট চাইছি। ঘরের সব আলো বন্ধ করে ন মিনিট মোমবাতি, প্রদীপ, মোবাইল আলো জ্বালান। দরজায় বা ব্যালকনি।

সব আলো বন্ধ। দীপের আলোয় মহাশক্তি।

মনে সঙ্কল্প: আমরা একলা নই। 130 কোটি আছে।

এই সময় কেউ জটলা করবেন না। ঘরের দরজা বা বারান্দায়। দূরত্ব ভাঙবেন না। করোনার চেন ভাঙতে হবে।

আমাদের শক্তির থেকে বড় কেউ না। মনে মনে সঙ্কল্প করুন।

Previous articleগুরুংয়ের ৫ সঙ্গীর অন্তর্বর্তী জামিন
Next articleপ্রশাসনিক ঘোষণা নয়, জনশক্তি প্রকাশের ডাক মোদির, আশাহত দেশবাসী