রাস্তার কুকুরদের ক্ষুধা মেটাচ্ছে চন্দননগরের পাল পরিবার

করোনা ভাইরাসের জেরে লকডাউন। কিছু নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব বন্ধ। বন্ধ রয়েছে হোটেল রেষ্টুরেন্ট ও অন্যান্য খাবারের দোকানগুলি। যার ফলে চরম বিপাকে পড়েছে রাস্তার সারমেয় থেকে শুরু করে সমস্ত জীবজন্তুই। খাবারের অভাবে ধুঁকছে তারা। সেই কারনে রাস্তার সারমেয়দের সেবা করতে এগিয়ে এল চন্দননগরের পাল পরিবার। বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসে রাস্তার এই অবলা জীবগুলির মুখে খাবার তুলে দিলেন চন্দননগরের সঞ্চিতা পাল ও পিকাসো পাল। শুধু একবেলা নয়, দুবেলা ভাত, মাংস, রুটি, বিস্কুট ইত্যাদির জোগান দিয়ে চলেছেন পাল পরিবার। পাশাপাশি এই তালিকায় বাদ যায়নি হনুমানের দল থেকে শুরু করে পাখির দলও। রাস্তার সারমেয়দের খাবার দেওয়ার পাশাপাশি হনুমানের দল এবং রাস্তার পাখিদেরও খাবার জোগান দিচ্ছেন সঞ্চিতা। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সব পশু প্রেমীদের এই পরিস্থিতিতে এগিয়ে আসার অনুরোধ জানায় সঞ্চিতা পাল।

Previous articleআজ সৌরভ-শচীন-বিরাটদের সঙ্গে মোদির টেলি-কনফারেন্স
Next articleগুরুংয়ের ৫ সঙ্গীর অন্তর্বর্তী জামিন