রাস্তার অভুক্ত অবলা কুকুরদের জন্য ১০ লক্ষ টাকা অনুদান রোহিতের

করোনা আপডেট :৩ এপ্রিল, সকাল ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১০,১১,৪৯০, মৃত ৪৯,১৫৪। দেশ : আক্রান্ত ২০৬৯, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

করোনা মোকাবিলায় এবার ৮০ লক্ষ টাকা অনুদান করলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তাহবিলে দিয়েছেন ৪৫ লক্ষ টাকা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জামা দিয়েছেন ২৫ লক্ষ টাকা।

এছাড়া রোহিত শর্মার সারমেয় প্রেম সকলেরই জানা। রোহিত তাঁর লাব্রাডর ও বিগল পোষ্যদুটিকে নিজের সন্তানের মতো ভালবাসেন। তাই রাস্তার সারমেয়রা যাতে লকডাউনের দিনগুলিতে অভুক্ত না থাকে তার জন্যে “ফিডিং ইন্ডিয়া অর্গানাইজেশন” ও “ওয়েলফেয়ার অফ স্ট্রে ডগস” নামক দুই স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন।

Previous articleআজ থেকে জনধন যোজনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে
Next articleআজ সৌরভ-শচীন-বিরাটদের সঙ্গে মোদির টেলি-কনফারেন্স