Saturday, November 15, 2025

নিউমোনিয়ায় মৃত্যু যুবকের, লকেটের দাবি কেন করোনা পরীক্ষা করা হল না

Date:

ধনিয়াখালী থানার, হবিবপুর গ্রামের গোপীনাথপুর ২নং গ্রামপাঞ্চায়েতের অন্তর্গত ২৬-২৭ বছরের এক যুবক দিন ১৪-১৫ আগে দিল্লি থেকে বাড়ি ফেরেন। দু চার দিন পর থেকে শুরু হয় জ্বর। ধরে নেওয়া হয় স্বাভাবিক সর্দি জ্বর। কিন্তু ২৫ মার্চ হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সেই সময় তাঁকে ভর্তি করা হয় ধনিয়াখালী হাসপাতালে। হাসপাতাল কতৃপক্ষ করোনা সন্দেহে ফের তাঁকে ট্রান্সফার করে চুঁচুড়া হাসপাতালে, কিন্তু চুঁচুড়া থেকে কিছু হয়নি বলে ফেরৎ পাঠিয়ে দেওয়া হয়। ফের ২৯ মার্চ একইভাবে শ্বাসকষ্ট শুরু হলে নিয়ে যাওয়া হয় ধানিয়াখালী হাসপাতালে, সেখান থেকে আবার করোনা সন্দেহে চুঁচুড়া ট্রান্সফার,সেখান থেকে কিছু হয়নি বলে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর ৩০ মার্চ রাত থেকে শাসকষ্ট শুরু হয় ওই যুবকের। হাসপাতাল থেকে থানায় জানানো হলেও কোনও সাহায্য পাওয়া যায়নি। ঠিক তার পরের দিন ৩১ মার্চ মঙ্গলবার সকালে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ৯০ শতাংশ করোনা সন্দেহ করে। এবং হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তখন হাসপাতাল, হেল্থসেন্টার ও থানায় বারবার জানিয়েও কোনও সাহায্য পাওয়া যায়নি। এরপর ১ এপ্রিল কন্ট্রোল ওসিকে জানানো হলে কোনও ব্যবস্থা নেননি তখনও। পরে হাসপাতাল থেকে পুলিশের লোক দিয়ে ছেলেটিকে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। তারপর থেকে ছেলেটির কী চিকিৎসা হচ্ছে কিছুই জানায়নি হাসপাতাল। শুধু জানানো হয়েছে তার করোনা হয়নি। জানা গিয়েছে, শুক্রবার সকালে মৃত্যু হয়েছে যুবকের। হাসপাতাল থেকে বারবারই বলা হচ্ছিল ছেলেটির নিউমোনিয়া হয়েছিল। কিন্তু এখন জানানো হচ্ছে তিনি হার্টফেল করে মারা গিয়েছিন।

সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি তার নিজের ফেসবুকে ঘটনাটি পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, “আমাদের সন্দেহ ছেলেটির করোনা পরীক্ষা করা হয়নি, ২৬ – ২৭ বছরের একটি যুবক নিউমোনিয়ায় মারা গিয়েছে, এই তথ্য মেনে নেওয়া যায়না। আমাদের দাবি বডিটি এখনও হাসপাতালে আছে সেটি সঠিক ভাবে পরীক্ষা করা হোক। বারবার হাসপাতালে কিছু হয়নি বলে ফেরৎ পাঠানোর ফলে ছেলেটির সাথে অবাধে মেলামেশা প্রায় ৪০০-৫০০ লোকের, তাই এখন ৪টি গ্রাম খুব আতঙ্কিত।” এরপর তিনি প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...
Exit mobile version