একনজরে করোনা বিশ্ব-মহামারীর পরিসংখ্যান

সর্বশেষ করোনাভাইরাসের বিশ্ব-মহামারীর যা পরিস্থিতি তাতে এখনও আশার কথা শোনাতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ভাইরাসের আক্রমণই গোটা পৃথিবীকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। চার মাস অতিক্রান্ত হওয়ার পরও করোনা সংক্রমণের দাপট স্তিমিত হওয়ার বদলে কেন আরও আগ্রাসী তা খুঁজতে ব্যস্ত বিজ্ঞানীরা। একাধিক দেশে চলছে প্রতিষেধক তৈরির পরীক্ষা। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যসূত্র অনুযায়ী, বিশ্বের ১৮১ টি দেশের ১০ লক্ষ ৭৭ হাজার মানুষ কোভিড-১৯ বা করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে ৫৮ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ২৫ হাজার ৪০০ মানুষ। এই মুহূর্তে বিশ্বে করোনায় আক্রান্ত সর্বাধিক মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৬২ হাজার। আমেরিকায় মৃত্যুসংখ্যা ৬২০০ পেরিয়ে গিয়েছে। ইতালিতে আক্রান্ত প্রায় ১ লক্ষ ২০ হাজার। মৃত্যুসংখ্যা ১৪ হাজার ৭০০। স্পেনে আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার ৮০০, মৃত্যু প্রায় ১১ হাজার। এছাড়া করোনায় মৃত্যু ফ্রান্সে ৬৫২০, ব্রিটেনে ৩৬১১, ইরানে ৩৩০০, চিনে ৩৩২৬।

Previous articleনভেল করোনা ভাইরাস, ভারতের ভবিষ্যৎ কি?
Next articleকরোনা আক্রান্ত থুতু ছেটাল ট্রেন যাত্রীর গায়ে!