এবার গুপি-বাঘার গানে শহরবাসীকে ঘরে থাকার বার্তা কলকাতা পুলিশের

করোনা আপডেট :৪ এপ্রিল, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১১,৩৮,৩৫৭। মৃত ৬১,১৪৪। দেশ : আক্রান্ত ৩০৮২, মৃত ৮৬। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

“উই শ্যাল ওভারকাম”, অন্য মোড়কে “বেলা বোস”-এর পরে এবার গুপি গাইন, বাঘা বাইনের শরণাপন্ন কলকাতা পুলিশ। লকডাউন পরিস্থিতিতে শহরবাসীকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে পুলিশ আধিকারিকরা গাইলেন, “ওরে শহরবাসী, তোরা বাইরে ঘুরে করবি কী তা বল?” প্রত্যেক শহরবাসীকে তাঁরা লকডাউনের প্রয়োজনীয়তার কথা বললেন। জানালেন, করোনাভাইরাসের ভয়াবহতার বিষয়ে।
লকডাউনের প্রথম থেকেই দেখা যাচ্ছে রাস্তায় নেমে এই লকডাউনকে কার্যকর করতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ। কখনও কড়া হাতে লাঠি ধরতে হচ্ছে, আবার কখনো হাতজোড় করে তারা অপ্রয়োজনীয় রাস্তায় ঘোরাফেরা করা মানুষকে বাড়ি পাঠাচ্ছে। প্রয়োজনীয় সামগ্রী ওষুধ নিজেদের উদ্যোগে পৌঁছে দিচ্ছে বয়স্ক, অসহায় মানুষদের। সঙ্গে প্রতিদিনই চলছে মিউজিক থেরাপি। গানের মাধ্যমে বারবার আবেদন করছে “বাড়িতে থাকুন, সুস্থ থাকুন”। এরপরেও যদি শহরবাসী এই কথায় কর্ণপাত না করেন, তাহলে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবেন।

 

Previous articleদেশে করোনা- আক্রান্তের ৩০% তাবলিগ- জমায়েতে ছিলেন, তথ্য পেশ স্বাস্থ্যমন্ত্রকের
Next articleকরোনা নিয়ে মোদির সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না তৃণমূল