নিজামুদ্দিন কাণ্ড: খোঁজ মিলল আরও ৮০০ বিদেশির

দিল্লির বিভিন্ন প্রান্তের মসজিদে লুকিয়ে রয়েছেন বিদেশি তবলিঘ-ই-জামাত সদস্যরা। সেই সংখ্যাটা মোটেই কম নয়। দিল্লি পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সরকারি আধিকারিকদের দল গত চারদিনে যে তথ্য জোগাড় করেছে তাতে দেখা যাচ্ছে লুকিয়ে থাকা বিদেশি জামাত সদস্যদের সংখ্যা ৮০০-র বেশি।

ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া ৯৬০ জন বিদেশি নাগরিককে চিহ্নিত করে ইতিমধ্যে তাদের কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার কেন্দ্র সরকার জানিয়েছে, পৃথিবীর ৪১টি দেশ থেকে দিল্লির মসজিদে এসেছিল এই জামাত সদস্যরা। এদিকে নতুন ৮০০- র বিদেশি র খোঁজ পাওয়ায় বেড়েছে উদ্বেগ।

প্রাথমিক ভাবে মনে করা হয় নিজামুদ্দিন এলাকার মসজিদের ছ’তলার ডরমেটরিতেই দু’শোর বেশি বিদেশি নাগরিক রয়েছেন। শনিবার সকালে দিল্লি পুলিশ জানায় সংখ্যাটা তার ৪ গুণ বেশি। দিল্লি পুলিশ সংবাদ মাধ্যমকে যে তথ্য দিয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, উত্তর-পূর্ব দিল্লির মসজিদ থেকে ১০০ জন, দক্ষিণ-পূর্ব দিল্লি থেকে ২০০ জন দক্ষিণ ও পশ্চিম দিল্লি থেকে ১৭৭জনের খোঁজ মিলেছে।

Previous articleলকডাউনের জেরে নাজেহাল টুইঙ্কল খান্না! দেখুন ভিডিও
Next articleমানুষের পাশে আসানসোল মিশন