মানুষের পাশে আসানসোল মিশন

প্রতি বছর দফায় দফায় আর্তদের পাশে দাঁড়ায় আসানসোল রামকৃষ্ণ মিশন। করোনার হামলায় তাই তাগিদ ছিল বেশি। শনিবার আসানসোলের কালিকাপুরে ত্রাণ বিলি করল মিশন। এটা ষষ্ঠ বছর। কালিকাপুরের মানুষের মধ্যে ১০০ প্যাকেট খাবার বিলি করা হয়। প্যাকেটে ২কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ৫০০ পেঁয়াজ, ৫০০ রান্নার তেল, ৫০০ নুন, ১০০ ছাতু,২ প্যাকেট বিস্কুট, ২ প্যাকেট কেক এবং একটি জীবাণুমুক্ত করার সাবান ছিল। লকডাউন চলাকালীন এই উদ্যোগ ফের নেওয়া হবে বলে স্কুলের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Previous articleনিজামুদ্দিন কাণ্ড: খোঁজ মিলল আরও ৮০০ বিদেশির
Next articleমন্ত্রীর অন্য মুখ