করোনা মোকাবিলায় কলকাতা পুলিশের লড়াই জায়গা করে নিল ‘নিউইয়র্ক টাইমস’-এ

বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় লড়ছে সব দেশ। চলছে গ্লোবাল লকডাউন। করোনা যুদ্ধে জিততে একদিকে যেমন লকডাউন চালাতে হবে, মানুষের মধ্যে সচেতনতা ঠিক অন্যদিকে গরিব-অসহায়-আর্ত মানুষের পাশেও দাঁড়াতে হবে। আর এই সবকিছুর ভারসাম্য রেখে চলছে কলকাতা পুলিশ।

অযথা লকডাউন ব্রেক করলে যেমন কঠোর মনোভাব দেখাচ্ছে লালবাজার, ঠিক একইভাবে মানুষকে সচতন করতে রাস্তায় বেরিয়ে গানও গাইছেন কলকাতা পুলিশের কর্তা থেকে শুরু করে নিচুতলার কর্মীরা। আবার অভুক্ত মানুষের মুখে তুলে দিচ্ছে অন্ন।

সব মিলিয়ে এই করোনা যুদ্ধে নিজেদের জীবনকে বাজি রেখে ২৪ ঘন্টা মানবসেবায় নিজেদের নিয়োজিত করেছে কলকাতা পুলিশ। তাদের এই নিরলস-নিরবিচ্ছিন্ন কাজ গোটা বিশ্বের পুলিশ মহলের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। কলকাতা পুলিশের এই ভূমিকার জন্যই এবার বিশ্বখ্যাত পত্রিকা “নিউইয়র্ক টাইমস”-এর প্রচ্ছদে জায়গা করে নিলো কলকাতা পুলিশ।

“নিউইয়র্ক টাইমস”-এর সেই পেপার কাটিং উদ্ধৃত করে একজন লিখেছেন, কলকাতাই গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। বাংলা আজ যেটা ভাবে গোটা দেশে আগামীতে তা ভাবে। এই দুর্যোগে কলকাতা পুলিশ যে ভূমিকা নিয়েছে, তা গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে।

নিজের টুইটার হ্যান্ডলে এই পুরো পোস্ট তুলে ধরেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।

Previous articleসহকর্মীর উচ্চ পদে বসা নিয়ে বাঁকা কথা বৈশাখীর
Next articleরমরমিয়ে চলছিল মদের হোম ডেলিভারি! অবশেষে পুলিশের জালে