করোনা মোকাবিলায় এখন দেশজুড়ে চলছে লকডাউন। নিত্যপ্রয়োজনীয় এবং জরুরি কিছু পণ্য ও পরিষেবায় ছাড় দিয়েছে সরকার। আর তাঁরই মাঝে রমরমিয়ে চলছিল মদের হোম ডেলিভারি।

মোবাইলে একটি ফোনেই বাড়ি বাড়ি হাজির হয়ে যাচ্ছে পছন্দের মদ। দেশি হোক কিংবা বিদেশি, এক ফোনেই মদ হাজির। এমনভাবেই মদের হোম ডেলিভারির রমরমা চলছে হুগলি জেলার পাণ্ডুয়ায়।
বিষয়টি অবশ্য পুলিশের নজর এড়ায়নি। গতকাল, শনিবার রাতে অভিযান চালিয়ে বিশ্বজিৎ ঘোষ নামে এক মদবিক্রেতাকে আটক করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। তাকে জেরা করার পরই ওই হোম ডেলিভারির বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ১৭৫ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে।
