করোনাযুদ্ধে সাংসদদের বেতন কাটায় প্রকাশ্য আপত্তি তত নয়। কিন্তু আগামী দুবছর এম পি ল্যাড তহবিল স্থগিত রেখে সব টাকা করোনা তহিবে খরচ নিয়ে সাংসদরা অনেকেই ক্ষুব্ধ। কেউ কেউ সমর্থন করলেও অধীর চৌধুরী, সৌগত রায়রা প্রতিবাদ করেছেন। এঁদের যুক্তি এর ফলে এলাকার মানুষের বঞ্চিত হবেন। তাছাড়া বহু সাংসদ তো এলাকায় করোনা মোকাবিলায় টাকা দিচ্ছেন। উল্লেখ্য, এক একজন সাংসদ প্রতি বছর এমপি ল্যাড তহবিলে পাঁচ কোটি টাকা খরচ করতে পারেন। দুবছর এখন এই তহবিল পুরোটাই করোনাযুদ্ধে খরচ হবে।
