‘জাহারা’-র কাছে জারিজুরি খাটলো না করোনাভাইরাসের

গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে থরথর করে কাঁপছে, ঠিক সেই সময় এমনও এক শহর রয়েছে যেখানে করোনা পৌঁছাতেই পারেনি। আরও অবাক করার মতো বিষয় হল চিন, ইতালি, আমেরিকার পাশাপাশি এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে স্পেনেও। ঠিক তারই দক্ষিণে অবস্থিত এই শহর। এই শহরের নাম জাহারা দে লা সিয়েরা। ১৪ মার্চ থেকে এই শহরে করোনা সংক্রমণ রুখতে বিশ্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। এই শহরের অতীতে ঘেঁটে দেখা যাচ্ছে, শত্রুদের থেকে আত্মরক্ষার জন্য সবসময় বিখ্যাত শহর। এই শহরের মেয়র সান্টিয়াগো গ্যালোইস ১৪ মার্চ সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি এই শহরের পাঁচটি প্রবেশ দ্বার বন্ধ করবেন। সেই দিনই এই পথ গুলি বন্ধ করে দেওয়া হয়। সেখানে প্রশাসনিক তৎপরতায় শহরের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় জিনিস। ফলে মানুষ অযথা রাস্তায় বেরিয়ে ভিড় করেননি। একটিমাত্র রাস্তা খোলা রাখা হয়েছে যাতে কিছু যানবাহন চলাচল করে। এবং সেগুলি শহরে ঢোকানোর আগে যাতে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করা হয় সেই ব্যবস্থাও করা হয়েছে। খুব প্রয়োজনীয় জিনিস ভর্তি গাড়ি ছাড়া শহরে কোন কিছুই ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়াও প্রতি সোম ও বৃহস্পতিবার ১০ সদস্যের একটি দল শহরজুড়ে স্যানিটাজেশনের কাজ করছে।

Previous articleএমপি ল্যাড স্থগিত, প্রতিবাদে অধীর, সৌগতরা
Next articleসদ্যোজাত ও মায়েদের জন্য গ্রামীন হাসপাতালকে অত্যাধুনিক গাড়ি দিলেন মিমি