করোনা: ভিডিও কনফারেন্সিং করে মোদির ক্যাবিনেট বৈঠক

ঐতিহাসিক। বিশ্বজোড়া করোনা মহামারীর পরিস্থিতিতে এই প্রথম ভিডিও কনফারেন্সিং প্রযুক্তিতে ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হল। মন্ত্রিসভার গত বৈঠকে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে মন্ত্রী ও অফিসারদের বসার ব্যবস্থা করা হলেও এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠকে অংশ নিলেন ক্যাবিনেট মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবরা ছাড়া ছিলেন শুধু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্য ক্যাবিনেট মন্ত্রীরা নিজেদের অফিসে বসেই বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী দেশের চলতি করোনা পরিস্থিতি ব্যাখ্যা করে দীর্ঘমেয়াদি লড়াই ও কঠিন সমস্যা মেটাতে প্রস্তুতির কথা বলেন। সংকটের আবহে কেন্দ্রের অগ্রাধিকার ও আশু কর্তব্য চিহ্নিত করেন। সংকট মোকাবিলায় সরকার কীভাবে এখন এগোতে চায় তা তুলে ধরেন।

Previous articleBREAKING: রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল,কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের ৩০% বেতন ছাঁটাই। অর্থ যাবে করোনা তহবিলে
Next articleআগামী ২ বছর সাংসদ তহবিল স্থগিত