করোনা আতঙ্ক, লকডাউনের মধ্যে বোমাতঙ্ক কোন্নগর ধর্মডাঙা এলাকায়। রাস্তার পাশে ঝোপে একটি সাদা ফ্লাক্স পড়ে থাকতে দেখেন এক যুবক। ইলেটট্রিক তার জরানো ওই ফ্লাক্সে ডিজিটাল ঘড়ির মতো যন্ত্র লাগানো থাকায় বাসিন্দারা এটিকে টাইম বোমা বলে আশঙ্কা করেন। খবর যায় উত্তরপাড়া থানায়। ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ।খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।চন্দননগর পুলিশ কমিশনারেটের বম্ব স্কোয়াড।

পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। রাতে পুলিশ মোতায়েন করা হবে। সকালে সিআইডি দল গিয়ে বিষয়টি খতিয়ে দেখবে।
